Monday, August 18, 2008

রাজধানী কোলকাতায় ফেরত আসুক:


বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤

উন্নত বাংলা ফন্ট 
"অহনলিপি-বাংলা১৪"

https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

======================

রাজধানী কোলকাতায় ফিরুক



মনোজকুমার দ. গিরিশ৤
মণীশ পার্ক, কোলকাতা, ভারত




        দেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রথম শহিদ ক্ষুদিরাম বসুর শহিদ হবার(১০ আগস্ট,১৯০৮) শত বর্ষ উপলক্ষে সারা দেশ জুড়ে শ্রদ্ধা জানানো হল৤ এখনও শোনা যায় হৃদয় নিংড়ানো সেই গান, ’একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে জগৎবাসী‘৤ বাংলাজুড়ে বিপ্লবীরা এমন আন্দোলন শুরু করলেন যে, ইংরেজদের ঠাঁই নাড়া হতে হল৤ বিশ্বজুড়ে যাদের সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সেই প্রবল পরাক্রান্ত বিশ্ব কাঁপানো ইংরেজদের কাঁপিয়ে ঠাঁই নাড়া করল এই ধুতি পরা, নিরীহ দেখতে অগ্নিঝরা বিপ্লবীরা৤ ইংরেজ তার প্রাণ বাঁচাতে তাদের রাজধানী নিয়ে পালিয়ে গেল বহু দূরে দিল্লিতে৤ কোলকাতা তখন কেবল প্রশাসনিক রাজধানী(১৭৭৩থেকে ১৯১১ অবধি ১৩৯ বছর ধরে) ছিল না, ছিল অর্থনৈতিক রাজধানীও, তাই বিপুল আর্থিক বিপর্যয় মেনে নিয়েও প্রাণ বাঁচাতে তারা রাজধানী নিয়ে পালিয়েই গেল৤ যদিও সেখানেও তারা শুরুতে বাংলার বিপ্লবীদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি৤ বড় লাটের(লর্ড হার্ডিঞ্জ) উপর বোমা হামলা হয়৤
             ক্ষুদিরামকে ফাঁসি দিয়েও ইংরেজ নিশ্চিন্ত হতে পারেনি, তখন বঙ্গভঙ্গের(১৬ অকটোবর, ১৯০৫) বিরুদ্ধে প্রবল আন্দোলন চলছে, ইংরেজ চেয়েছিল বাংলাকে ভাগ করে বিপ্লবকে বিলুপ্ত করতে, কিন্তু তা তো হয়ইনি উল্টে প্রবল আন্দোলন শুরু হয়৤ তাই ক্ষুদিরামের ফাঁসির মাত্র তিন বছর পরে ইংরেজ কোলকাতা থেকে তার রাজধানী সরিয়ে নেয় ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর৤ কিন্তু এই যে তারা ঠাঁই নাড়া হল, এতে তারা নিরাপদ দূরত্বে গিয়ে প্রাণ বাঁচাতে পারল ঠিকই, কিন্তু শেষ অবধি ভারতসাম্রাজ্য বাঁচাতে পারল না৤ ঠাঁই নাড়া হবার মাত্র ৩৫ বছর পরে এই দেশ ছেড়ে তাদের চলেই যেতে হয়৤ যে আঘাত তারা বিপ্লবীদের কাছ থেকে পেয়েছিল তার অভ্যন্তরীণ প্রতিক্রিয়ায় তারা শেষ অবধি এদেশ ছাড়তে বাধ্য হয়৤
          অগ্নিবর্ষী বিল্পবীদের ভয়ে ইংরেজ কোলকাতা থেকে তাদের রাজধানী নিয়ে সরে যেতে বাধ্য হয়েছিল, সেই রাজধানী কিন্তু দেশ স্বাধীন হবার পরেও আর তার নিজের জায়গা কোলকাতায় ফিরে আসেনি৤ ভারতের রাজধানী তার সেই ঐতিহ্যের স্থানে কোলকাতায় ফিরে আসুক৤ শহিদ বিপ্লবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবার সেটাই হবে সঠিক পথ৤

=============


(একটি তথ্য: শোনা যায়, এই স্বাধীন ভারতবর্ষের মুজঃফরপুরে শহিদ ক্ষুদিরামের মূর্তির আবরণ উন্মোচনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৤ কারণ তাঁর বা তাঁদের মতে ক্ষুদিরাম সন্ত্রাসবাদী৤-- আত্মবিস্মৃত বাঙালিকে ধাক্কা,[ব্রাত্য বসুর ‘বোমা’-য়! লিখছেন] বিভাস চক্রবর্তী, আনন্দবাজার পত্রিকা, পত্রিকা, শনিবার ২০জুন ২০১৫৤ পৃঃ-২ )





No comments: