Tuesday, August 19, 2008

বিজ্ঞানের বাংলা রচনায় ইংরেজি সংখ্যা


সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে ‎নিতে হবে৤ ‎
বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে৤

উন্নত বাংলা ফন্ট
"অহনলিপি-বাংলা১৪"
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

==========================

বিজ্ঞানের বাংলা রচনায় ইংরেজি সংখ্যা:



মনোজকুমার দ. গিরিশ৤
মণীশ পার্ক, কোলকাতা, ভারত



          বাংলায় বিজ্ঞান আলোচনা করতে গিয়ে অনেক জায়গায় সংখ্যাগুলি লেখা হয় ইংরেজিতে৤ এটা অকারণ এবং অর্থহীন৤ এর দ্বারা প্রমাণ হয় যে বাংলা সংখ্যাগুলি ইংরেজি সংখ্যার চেয়ে নিরেস৤ কিন্তু বাস্তবে ঘটনা তা নয়৤ কিছু ক্ষেত্রে বরং বাংলা সংখ্যা ইংরেজির চেয়ে উন্নততর৤ আর ইংরেজি সংখ্যা ব্যবহার করে আমরা কি ‘মা ষষ্ঠী’কে মা সিক্সথ্ বলব? অথবা বলব, শ্রীফিফ্‌থ (শ্রীপঞ্চমী)! 

১৯/০৮/২০০৮ কোলকাতা৤

============


No comments: